প্রশান্ত সুভাষ চন্দ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এসময় উপজেলার তালিকাভূক্ত দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সঙ্গবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) রবিউল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই)তারিকুল ইসলাম,(এএসআই) দেবু মজুমদার ও (এএসআই) নূরুল হুদার নেতৃত্বে ২নং চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ নূরুল হুদা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত শীর্ষ ডাকাত নিজাম উদ্দিন বইজ্ঞা(৩২) ও জাহিদুল ইসলাম টিটু(৩০)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৩টি কিরিচ, ২টি রামদা ও ২টি কোরাবাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য নিজাম উদ্দিন বইজ্ঞা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে এবং জাহেদুর রহমান টিটু একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।