ফেনী প্রতিনিধি : দাগনভূঞায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মূছা আলম মাসূদ নামে এক ধর্ষক নিহত হয়েছে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্য রাতে উপজেলার খুশিপুর ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। তার বিরুদ্ধে ২ টি ধর্ষণ, ২টি ডাকাতি ১টি হত্যা মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে।
সে উপজেলার খুশিপুর গ্রামের বাসিন্দা।
#banglardarpan.com