ফেনী প্রতিনিধি :
ফেনীতে যানজট নিরসনে ফুটপাথ ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে ফের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থান দখল করে বসা ফুটপাথ, অননুমোদিত বাম্পার ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওইদিন শহরের ট্রাংক রোড, বড় মসজিদের সামনে থেকে সেন্ট্রাল হাই স্কুল পর্যন্ত, এস এস কে রোড-মহিপাল ফুটপাথের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাথ দখল করে আড়তের মালামাল রাখার অভিযোগে মহিপালের ন্যাশনাল ফ্রুট. সামি এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এ তিন প্রতিষ্ঠান প্রত্যেককে ৩০ হজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অননুমোদিত বাম্পার লাগানোয় ৮টি ট্রাক জব্দ করে বাম্পার বিচ্ছিন্ন করে হয়। সিএনজি, ইমা ও কাভার্ডভ্যানসহ প্রায় ২০ টি যানবাহনকে ১৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলার দর্পন কে জানান, যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে ও সড়ক দূর্ঘটনা এড়াতে সকল প্রতিষ্ঠানকে এক করে কাজ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এমন অভিযান অব্যাহত থাকবে।