ফেনী সদর থানা গেইটে এসপির নামফলক ভাংচুরের গোপন ছবি প্রকাশ

আবদুল্লাহ রিয়েল:  ফেনী সদর মডেল থানা গেইটে  পুলিশ সুপার  রেজাউল হকের নামফলক ভাংচুরের গোপন ছবি প্রকাশ হয়েছে ফেইসবুকে। ভাংচুরের ছবিতে দেখা যাচ্ছে মেয়র হাজী আলাউদ্দিন, কমিশনার স্বপন মিয়াজি , সাইফুর রহমান সাইফু ,খোকন হাজারী , কহিনুর আলম, বাহার উল্যাহ বাহারসহ অধিকাংশ কাউন্সিলরকে।
প্রসঙ্গত, সদ্য পুলিশ সদর দপ্তরে  বদলীর আদেশ প্রাপ্ত ফেনীর পুলিশ সুপার রেজাউল হক এর নাম ফলক টি মঙ্গলবার বিকালে প্রকাশ্যে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল তাৎক্ষনিক সদর থানার ওসি রাশেদ খান ভাংচুরের ঘটনার জন্য মেয়রকে দায়ী করলেও কোন পদক্ষেপ নেয়নি।
এ ঘটনায় পৌরসভার ৯ পরিচ্চন্ন কর্মীকে আসামী করে মডেল থানায় অভিযোগ রুজু করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার রেজাউল হক জানান, ভাংচুরের ঘটনা তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *