ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয় দিয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় ৩ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলো মোঃ ইমদাদুল হক মিরাজ, মিরাজ মাহমুদ, জনি চন্দ্র দে।
উল্লেখ্য, গত ২৩ জুন স্থানীয় সস্তা বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও তার ভাই স্থানীয় একটি স্কুলের ৯ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী কিশোরীর মা বৃহস্পতিবার (২৪ জুন ) বিকেলে বাদী হয়ে ৫জনকে আসামী করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।
তারা হলেন মোঃ ইমামুল হক মিরাজ (২০), শান্ত (২৮), মিরাজ মাহমুদ নিরব (২০), তুহিন (২১), জনি চন্দ্র দে (২১)। মোঃ ইমামুল হক মিরাজ উপজেলার আজিজ ফাজিল পুর গ্রামের নেওয়াজ মেম্বারের বাড়ীর মোঃ জসীম উদ্দিন, শান্ত ইয়ারপুর গ্রামের সাত বাড়ীর মোঃ হানিফ, মিরাজ মাহমুদ নিরব উত্তর করিমপুর গ্রামের হাজী জমাদ্দার বাড়ীর রহিম উল্যাহ, তুহিন আজিজ ফাজিল পুর গ্রামের মোঃ একরাম, জনি চন্দ্র দে আজিজ ফাজিল পুর গ্রামের সুকমল চন্দ্র দে এর ছেলে।
ভুক্তভোগী কিশোরী মা মারজাহান বেগম জানান, ২৩ জুন সন্ধ্যায় আমার বড় ছেলেসহ আমার মেয়ে স্থানীয় সস্তা বাজার মার্কেট থেকে বের হওয়ার বখাটেরা পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন চালায়। লোকজন আসতে দেখলে ভুক্তভোগী কিশোরীকে রেখে চলে যায় বখাটেরা।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রার্থ প্রতিম দেব জানান, মামলা রুজু হওয়ার পর পরই ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।শুক্রবার সকালে ধৃতদের ফেনী আদালতে পাঠানো হয়েছে । বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।