সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে ১৭মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা শেখ মুজিবুর
রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ , যুবলীগ , ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনায় সভায় মিলিত হয় ।
উপজেলা নির্বাহি অফিসার সোহেল পারভেজ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সহকারি কমিশনার নাছরিন আক্তার , পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন প্রমূখ। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীর আয়োজন করা হয়েছে এবং সকল স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।