আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মুজিব। তার বাবার নাম শেখ লুৎফর রহমান। তিনি গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন। মায়ের নাম সায়েরা খাতুন। দুই ভাই এবং চার বোনের পরিবারে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। তার বড় বোন ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের।

গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু করেন। ১৯২৭ সালে তিনি সেখানে ভর্তি হন। তখন তার বয়স ছিল ৭ বছর। এরপর ৯ বছর বয়সে ১৯২৯ সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন তিনি। ১৯৩৭ সালে গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ১৯৪১ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৪ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৪৬ সালে বি.এ পাশ করেন। ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৯৩০ সালে মাত্র ১০ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেসার সাথে বিয়ে হয়। বঙ্গবন্ধুর দুই মেয়ে – শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তিন ছেলে – শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল।

১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই উপাধি দেওয়া হয়।

বঙ্গবন্ধুর মুত্যু ছিল বাংলার ইতিহাসে এক কলঙ্কময় ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের। দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। এই হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *