এ বাশার চঞ্চল :
চলতি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতী বাড়াতে এলাকায় মাইকিং করা হচ্ছে। ইউনিয়ন,উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় এমন মাইকিং চলছে । এছাড়া প্রামপুলিশ/চৌকিদার দিয়ে গ্রামে গ্রামে ভোটারদের ভোট দানের জন্য উদ্বুদ্ধও করা হচ্ছে।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান,উপজেলা ও জেলা প্রশাসনের নির্দেশে পুরো উপজেলা জুরেই মাইকিং করা হচ্ছে ।
ভোটারদের নির্বিঘেœ ভোট প্রয়োগ,ভোট কেন্দ্রে যাওয়া আসাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ যেন কোন সাধারণ ভোটারকে হুমকি-ধামকি দিয়ে বা ভোটপ্রয়োগে বাধা প্রয়োগ না করে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটপ্রদান করতে পারে তার জন্য মাইকিং করা হচ্ছে ।
এর পাশাপাশি গ্রামপুলিশ/চৌকিদাররা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল সোমবার রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানাগেছে,সম্প্রতি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতী কম পরিলক্ষিত হয় । দ্বিতীয় ধাপে ভোটাররা যেন স্ব:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে ভোট প্রয়োগ করেন সে লক্ষে এব্যবস্থা নেয়া হয়েছে।