জয়পুরহাটে বন্যা কবলিত মানুষের পাশে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি

তানভীর রহমান, জয়পুরহাট থেকে>>>

জয়পুরহাটে বন্যা কবলিত মানুষের পাশে আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

উত্তর জনপদ যখন বন্যার ছোবলে সর্বহারা প্রায়,ঠিক এই সময়ে জয়পুরহাটের মানুষের পাশে দারিয়ে দুঃখ ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তিন বারের সাংগঠনিক সম্পাদক,জয়পুরহাট-২ এর মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল-মাহবুব স্বপন।তিনি স্থানীয় নেতাকর্মী ছাত্রলীগ ও জন প্রতিনিধিদের সাথে নিয়ে   তার নির্বাচনী এলাকার  বিভিন্ন গ্রাম সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পরির্দশন করেন,ও মানুষের সমস্যার কথা শোনেন এবং নগদ অর্থ ও সাহায্য প্রদান করেন। এবং সকলকে আস্বস্ত করে বলেন দেশরত্ন  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন,অতি দ্রুত এর সমস্যা সমাধান হবে। সাধারন মানুষ তাদের এই বিপদের সময় চিরচেনা  নেতাকে পাশে পেয়ে,ফিরে পেয়েছে নতুন করে,বাঁচার আশা।বন্যার পানিতে সব হারানো এক বৃদ্ধের কাছে জানতে চাইলে তিনি আঞ্চলিক ভাষাতে ,অশ্রু শিক্ত চোখে বলেন- সব যখন বানের পানি লিয়ে গেল,তখন  আল্লার কাছে কান্দি আর কই শেখ সাহেব বাচে নাই,কিন্তু বিপদে আপদে শেখের বেটি  হামাগের ছল স্বপনকে পাঠে দায়,আর যখন দেখনো স্বপন আসিছে, আল্লাহ্‌ হামার দোয়া কবুল করিছে কারন স্বপন  ছাড়া কেও আসেনা বা এই গরিবের কাছে,আল্লাহ হামাগের ছল স্বপন আর শেখের বেটিক অনেক দিন বাঁচে থুঁক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *