রোহিঙ্গাদের পাশে আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

বাংলার দর্পন ডটকম >>>

মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে লাখো রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। এদের মাথার ওপর ছাদ নেই, পেটে খাবার নেই। অসহায় এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রোহিঙ্গাদের পাশে তারা।

জানা গেছে, গত কয়েকদিন ধররেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণ বিতরণ করছেন। আর প্রতিদিন ১৫ হাজার রোহিঙ্গার খাবারের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী। অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

অবশ্য আজই রোহিঙ্গাদের ক্যাম্প দেখতে উখিয়া যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত মাসের শেষদিকে মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার। প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। বাংলাদেশে অশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু।

রোহিঙ্গাদের অনেকের আশ্রয় হয়েছে আশ্রয়কেন্দ্রে। অনেক আবার রয়েছে খোলা আকাশের নিচে। আশ্রয় কেন্দ্রগুলোতেও (ক্যাম্প) খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করেছে।

বর্তমানে মিয়ানমার থেকে আসা মোট ৭৫ জন রোহিঙ্গা চিকিৎসাধীন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাঁরা ভর্তি রয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন আছেন মোট ৭৫ জন।

গতকাল রোববার থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুরু হয়েছে ১৫ হাজার রোহিঙ্গাকে খাওয়ানোর ব্যবস্থা। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ কার্যক্রমের উদ্বোধন করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের সদস্য ছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আবদুর রহমান বদি এমপি, আশিকুল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ। এনামুল হক শামীম বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *