সোনাগাজীতে আইনশৃঙ্খলা ও দূর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

সোনাগাজী প্রতিনিধি >>>

সোনাগাজী উপজেলার আইনশৃঙ্খলা ও দুর্গাপূজা উদযাপন  কমিটির প্রস্ততি  সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ঘটিকায়  উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়৷

 

এতে  উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির। তিনি বলেন, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের কে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না৷ তিনি আরো বলেন, যেখানে তাদের অবস্থান দেখবেন আমাকে খবর দেবেন৷ আর মোটর সাইকেল ব্যবহার কারীদের প্রতি জোর দিয়ে বলেন, হ্যালমেট না থাকলে আমি তাদেরকে থানায় নিয়ে আসবো ৷ গত ১মাসে সোনগাজীতে মোটর সাইকেল দুর্ঘনায় ৪জন প্রাণ হারায় তাদের কাছে হ্যালমেট ছিল না বলেই সবাই মাথায় আঘাত পেয়ে মারা যায়৷ সকল মোটর সাইকেল চালকে হেলমেট থাকতে হবে এবং দুই জনের বেশি মোটর সাইকেলে বহন করা যাবে না৷ দুই জনের বেশি বহন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে৷ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুজা উদযাপন কমিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *