কুষ্টিয়াবাসীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা

প্রিতম মজুমদার :

ভিডিও কনফারেস্নের মাধ্যমে মতবিনিময় করে কুষ্টিয়া জেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। শহরের পাবলিক লাইব্রেরী মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে ঘন্টাব্যাপী কনফারেস্নটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার চারটি আসনের নৌকা প্রতীকের প্রার্থীগণ এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের হারতে পারবে না। বিরোধী দল যেন নির্বাচনী প্রচার চালাতে পারে সেই পরিবেশ রাখতে হবে। ৫১ জেলার ৮৮টি আসনে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। তারা সন্ত্রাস করছে এটা তাদের চরিত্র। কিন্তু আওয়ামীলীগ তা করে না। আমাদের জয় অবশ্যই হবে। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বাংলাদেশকে আমরা জাতির আদর্শের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশে পরিণত করব।

এসময় কুষ্টিয়া-০২ আসনের প্রার্থী হাসানুল হক ইনু বলেন একাদশ নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে কুষ্টিয়া দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে।

কুষ্টিয়া-০৩ আসনের প্রার্থী মো: মাহাবুব-উল-আলম হানিফ বলেন আগামী নির্বাচনে কুষ্টিয়ায় নৌকার পক্ষে ভোট বিল্পব হবে।

কুষ্টিয়া-০৪ আসনের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জজ বলেন আমি এমপি নির্বাচিত হলে আমার অঞ্চলে সকল নেতৃবৃন্দকে সাথে সম্বনিত ভাবে উন্নয়ন করার চেষ্টা করব।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আসগর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *