লাঙ্গলে ভোট দিন – দারিদ্রতা ও বেকারত্ব দূর হবে : জেনারেল মাসুদ চৌধুরী

সৈয়দ মনির আহমদ >>

ফেনীর দাগনভুঞা উপজেলার সিলোনিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের আয়োজনে ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জেনারেল  মাসুদ চৌধুরী নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাসুদ চৌধুরি বলেন, একাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন। এ অঞ্চলের   উন্নয়নের স্বার্থে লাঙ্গলের পক্ষে  সোনাগাজী ও দাগনভুঞা বাসি ঐক্যবদ্ধ হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোটের বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, মহাজোট সরকার গঠন করলে প্রস্তাবিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন হবে।এতে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে।

বুধবার (২৬ডিসেম্বর) বিকালে সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুৃষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ, মিসেস জেসমিন মাসুদ চৌধুরি,  এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম
চৌধুরি, এলজিইডির প্রকৌশলী মাসুদ চৌধুরী, দিদারুল কবির রতন ,সাবেক ছাত্রলীগ নেতা জহির উদ্দিন লিপটন, সোনাগাজী পৌর মেয়র অ্যাড, রফিকুল ইসলাম খোকন, দাগনভুঞার ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন মামুন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *