ফেনী’ প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২মে) সন্ধ্যায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর মিয়ান কাজী বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ইয়াছমিন আক্তার পিনু (২১) সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের জয়নাল আবদীনের মেয়ে।
নিহত পিনুর ভাই আনোয়ার হোসেন জানান, গত বছর মোমারিজপুর গ্রামের মিয়ান কাজী বাড়ির গোলাম আযমের মেজো ছেলে কাতার প্রবাসী গোলাম সরোয়ার রাহুল এর সাথে পিনুর বিয়ে হয়। তাদের ছয় মাসের একটি শিশু মেয়ে আছে। আমার বোনকে তাদের পরিবার প্রচন্ড মানসিক চাপ দিতো। আমার বোন এটি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।
দাগনভূঞা থানার এস আই জহির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । বাংলারদর্পন