ফেনীতে বিশ্ব শিশু দিবস পালন ও  শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

অতিথিবৃন্দের সাথে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ

ফেনী প্রতিনিধি :
>ফেনীতে “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও  শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেছেন  জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ।

>সোমবার (০৪ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

< জেলা প্রশাসক  বলেন, একজন শিশু তার অধিকার সম্পর্কে বলতে পারেনা। শিশুর এই অধিকার নিয়েই বড়দের কাজ করতে হবে। শিশুদের সচেতন হতে হবে তাদের অধিকার নিয়ে। ">জেলা প্রশাসক অরো বলেন,আজকের শিশুরাই একদিন এই দেশকে এগিয়ে নিবে। শিশুদেরকে সুনাগরিক হিসেবে,ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারলে তারাই দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন একটি সুস্থ ও সুন্দর পরিবেশ। আর এই পরিবেশটি আমাদেরকেই গঠন করতে হবে। তাদেরকে যে কোন খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে।

“>অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম।

>জেলা শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃর্থ্বীরাজ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন।

< ">অনুষ্ঠানে শিশুদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির শিক্ষার্থী আদ্রিতা তাবাসসুম অমি, কাজী জুয়াইরিয়া ইসলাম সারা।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *