সংসারে অভাব : সুনামগঞ্জে মা ও দুই ছেলের বিষপান, মায়ের মৃত্যু

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :

সুনামগঞ্জে ক্ষুধার জ্বালা সইতে না পেরে একই পরিবারের মা ও দুই ছেলে বিষপান করেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর দুই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (৪ অক্টোবর) দুপুরে জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর
গ্রামে। মৃত মায়ের নাম- আখি আক্তার (২৮)। সে জেলে শামসুল হকের স্ত্রী। তাদের দুই শিশু
সন্তানের নাম- সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫)।

 

তারা দুজন মৃত্যুর হাত থেকে রক্ষা পেলে বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের দরিদ্র জেলে শামসুল হক হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু হাওরে এখন আর আগে মতো মাছ পাওয়া যায় না।

 

তাই সারা বছর তাদের সংসারে অভাব লেগেই থাকতো। এনিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়-বিবাধ হতো। একারণে তাদের সংসারে শান্তি ছিলনা।

এমতাবস্থায় প্রতিদিনের মতো আজ সোমবার (৪ অক্টোবর) ভোরে জেলে শামসুল হক হাওরে মাছ ধরে যায়। সেই সুযোগে সকাল অনুমান ৯টার দিকে তার স্ত্রী আখি আক্তার ও তার দুই ছেলে সিয়াম মিয়া, রবিউল মিয়া বাড়িতে থাকা জমিতে দেওয়ার
বিষপান করে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।

এঘটনার পরপর জেলে শামসুল হক বাড়িতে ফিরে স্ত্রী ও দুই ছেলে মাটিতে পড়ে
থাকতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ৩ জনকে
ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

কিন্তু তাদের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরে সিলেট যাওয়ার পথে গৃহবধু আখি আক্তারের মৃত হয়।
পরে তাদের ২ ছেলেকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

এব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সকাল অনুমান ১০টার সময় আশংকাজনক অবস্থায় মা ও দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট
পাঠানো হয়। পরে জানতে পেরেছি দিরাই যাওয়ার পর গৃহবধু আখি আক্তারের মৃত্যু হয়েছে। আর তার দুই শিশু সন্তানকে দিরাই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাল্লা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষপানে মৃত গৃহবধু আখি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *