রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের আয়োজনে নবর্নিমিত থানা ভবনের হল রুমে আজ ২৭রমজান (২ জুন) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামগড় থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ একেএম আলীম উল্যাহ, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা থানা ওসি বিদ্যুৎ বড়ুয়া, উপজেলা আ. লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার, ভাইচ চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্যাহ , পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় দেশ-জাতীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম।