ক্রিকেটে অন্য এক বাংলাদেশকে দেখলো বিশ্ব | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ 

জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। বাংলাদেশ যে এখন আর কারো করুণার পাত্র নয়। কাকতালীয়ভাবে অঘটন ঘটিয়ে জয়লাভ করে না। বাংলাদেশ যে বিশ্বকাপে কারো অনুকম্পা নিতে আসেনি। বাংলাদেশ যে বিশ্বকাপে ফেবারিট হয়ে এসেছে। এইটা প্রমাণ করলো প্রথম খেলাতেই বাংলাদেশ। শক্তিশালি দক্ষিণ আফ্রিকার সঙ্গে রেকর্ড পরিমান রান করে জয়লাভ করলো।বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ পেল দশে দশ। আদর্শ দলগত পারফরমেন্স বলতে যা বোঝায় টিম টাইগার আজ তাই করে দেখালো। দলের এগারোজনই দিয়েছে নিজের সামর্থ্য অনুযায়ী। ফলাফল? ওভালে উড়লো বাংলাদেশের পতাকা। জয় পেল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়েছে ২১ রানের ব্যবধানে। ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের শুরুটা জয়ের মাধ্যমে। অধিনায়ক হিসেবে মাশরাফিও পেল টেন অন টেন।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

বাংলাদেশ ৩৩০/৬ ৫০ ওভার

সাউথ আফ্রিকা ৩০৯/৮ ৫০ ওভার

সাইফুদ্দিনের বলে ফেলুকাকোর বিদায়

সাইফুদ্দিনের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন ফেলুকাকো। আউট হওয়ার আগে তিনি রান করেন ৮।

মিলারের বিদায়ে স্বস্তি মিললো বাংলাদেশের

বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নতুন করে জুটি বেঁধে ডেভিড মিলার ও রাসি ফন ডার ডাসেন এগিয়ে নিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকাকে। জুটিটা ভাঙ্গলেন মোস্তাফিজুর রহমান। মিলারকে আউট করে স্বস্তি ফিরিয়েছেন তিনি।

মিলারের ভয়ঙ্কর রূপ সম্পর্কে কমবেশি সবার জানা। এর ওপর আবার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর সৌজন্যে দুইবার ‘জীবন’ পেয়েছেন তিনি। তবে মেহেদী হাসান মিরাজ আর ভুল করেননি। মোস্তাফিজের ডেলিভারিতে মিলারের ব্যাটের কানায় লেগে আসা বল পয়েন্টে তালুবন্দী করেন তিনি।

আউট হওয়ার আগে ৪৩ বলে মিলার খেলে যান ৩৮ রানের ইনিংস। যদিও ‘ভয়ঙ্কর’ এই ব্যাটসম্যান সাবধানী ইনিংসে মেরেছেন মাত্র দুটি বাউন্ডারি।

দু প্লেসিকে বোল্ড করলেন মিরাজ

বোল্ড করার উৎসবে মেতেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের পথে হেঁটে মেহেদী হাসান মিরাজও ওড়ালেন বল। এই স্পিনারের বলে বোল্ড হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি।

দলের হাল ধরেছিলেন দু প্লেসি। ওয়ানডে ক্যরিয়ারের ৩৩তম হাফসেঞ্চুরি পূরণ করে গড়েছিলেন প্রতিরোধ। কিন্তু মিরাজ যাত্রা ভঙ্গ করলেন। বল ডাউন দ্য উইকেটে এসে ব্যাটে লাগাতে পারেনি। বল সরাসরি স্টাম্পে আঘাত করলে ৬২ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৫৩ বলের ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়।

সাকিবের বলে বোল্ড মারক্রাম

অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন এইডেন মারক্রাম। সাকিব আল হাসান ভাঙলেন সেই প্রতিরোধ। বোল্ড করে বিশ্ব সেরা অলরাউন্ডার ফিরিয়েছেন মারক্রামকে। লাইনে থাকা বলটি দক্ষিণ আফ্রিকান ওপেনারের ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৬ বলে করেন তিনি ৪৫ রান।

দক্ষিণ অফ্রিকার শুরুটা

দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল মন্থর। এরপর কুইন্টন ডি ককের রান আউটে আরও সতর্ক হয়ে ওঠে তারা। যদিও ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে শুরুর পরিস্থিতি কাটিয়ে ওঠে ছাড়ায় ১০০ রান। ১৯তম ওভারে ‘সেঞ্চুরি পূরণ করে তারা।

ক্যাচ ছেড়ে থ্রোতে ডি কককে আউট করলেন

মুশফিক

মেহেদী হাসান মিরাজের বল ডি ককের ব্যাটে লাগলেও গ্লাভসবন্দী করতে পারেননি মুশফিক। তারই শাপমোচন করলেন তিনি সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে। রান নিতে যাওয়ার সময় অন্যপ্রান্তে থাকা এইডেন মারক্রামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩২ বলে ২৩ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের খাতা নতুন করে লিখলো বাংলাদেশ। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। ওভালে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩৩০ রান। এটাই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান ছিল এতদিনের সর্বোচ্চ। ২০১৫ সালে নেলসনে স্কটিশরা করেছিল ৩১৮ রান, এই লক্ষ্য তাড়া করতে নেমে জয় নিশ্চিত করা বাংলাদেশ করেছিল ৩২২। রবিবার ইংল্যান্ড ও ওয়েলসে নিজের প্রথম ম্যাচেই সেটা টপকে গিয়ে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *