নিউজ ডেস্কঃ
ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পোশাক কর্মীদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে গাড়িতে থাকা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ তার সঙ্গীরা আহত হলেও সবাই সুস্থ রয়েছেন।
জানা যায়, ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছেলেন। বিকেল সাড়ে ৫টার দিকে চানন্দুল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৮-৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। এর মধ্যে তিনজনের মৃত্যু হলেও পিবিআই কর্মকর্তারা সুস্থ রয়েছেন।
আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।