দেহ মন সুস্থ্য রাখতে বেশি করে খেলাধুলা করতে হবে – ইসরাফিল আলম এমপি

 

এ বাশার চঞ্চল >>>

নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেছেন, গ্রামীণ জনপদের প্রিয় খেলাধূলা গুলো দিনদিন কমে যাওয়ায় এলাকার উঠতি বয়সের যুবকরা ক্রীড়া ও সাংস্কৃতিক মুখি না হয়ে ঘরের কোনায় বসে কম্পিউটার মুখি হওয়ার কারণে সুস্থ্য মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। একটি মানুষের দেহ মনকে সবল রাখতে হলে অন্যান্য শিক্ষা মূলক ব্যবস্থার পাশাপাশি খেলাধূলার দিকে মনোযোগ দিতে হবে। যুবকরা আজ খেলাধূলার প্রতি আকৃষ্ট না হয়ে অযথা সময় নষ্ট করে মাদক সহ নানা ধরণের বিপদমুখি পথ বেছে নিচ্ছে। তাই এলাকার উন্নয়ন শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি অভিভাবক নিজ নিজ সন্তানদের শুধুমাত্র শিক্ষার জন্য বইয়ের বোঝা কাধে দিয়ে দায় এরানো যাবে না। উপযুক্ত শিক্ষার পাশাপাশি খেলাধূলার জন্য নির্ধারিত সময় করে দিতে হবে। তাহলে সন্তানদের দেহ মন সুস্থ্য সহ মেধা বিকাশে সহায়ক হবে। শনিবার বিকেলে রাণীনগর উপজেলার গোনা ইউপি’র ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদয়ন ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উদয়ন ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম সেলিমের সভাপতিত্বে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটি, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, উদয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আলী হোসেন, নির্বাহী সদস্য সাহানুল ইসলাম, রাসেল আহমেদ, সোহেল মাহমুদ, মো: বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহন প্রমুখ। উক্ত ফাইনাল ফুটবল খেলায় আত্রাই উপজেলার কালিকাপুর একাদশ বনাম বান্দাইখাড়া একাদশের মধ্যকার খেলায় বান্দাইখাড়া একাদশ এক গোলে জয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *