রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে “বিজয় ৭১” শিরোনামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা সদরের চন্দনী সেবা ও সংস্কৃতি সংঘের আয়োজনে রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মিনি ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার সদর উপজেলার হালিম মেম্বারের ফুটবল দল এবং সেলিম রেজার ফুটবল দল উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উইনার গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এস্কেভেটর মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান শাহিনুর, গান্ধিমারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাফুজুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় হালিম মেম্বারের দল ১-০ গোলে সেলিম রেজার দলকে পরাজিত করে।
আগামী ২৫ ডিসেম্বর ৮ দলের অংশগ্রনের অনুষ্ঠিত এই মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।