চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স – বাংলারদর্পন

বাংলারদর্পন :

মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন ক্রিস গেইল। মাত্র ৬৯ বলে খেললেন অপরাজিত ১৪৬ রানের টর্নেডো ইনিংস। তাতে রংপুর রাইডার্স পেল ২০৬ রানের বিশাল পুঁজি। সেই রানের পাহাড়ে চাপা পড়ল ঢাকা ডায়নামাইটস, করতে পারল ১৪৯ রান। একপেশে ফাইনালে সাকিব আল হাসানের ঢাকাকে ৫৭ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হলো মাশরাফি বিন মুর্তজার রংপুর।

প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেই শিরোপা জিতল রংপুর রাইডার্স। রংপুরের জন্য প্রথম হলেও মাশরাফির এটি চতুর্থ শিরোপা। আগের চার আসরের প্রথম তিনবারই শিরোপাজয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি।

বিপিএলের প্রথম দুই আসরে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়  ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শিরোপা জেতে মাশরাফির নেতৃত্বেই। বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়কের হাত ধরে এবার শিরোপার স্বাদ পেল রংপুর।

মাত্র ৬৯ বলে ১৮ ছক্কা ও ৫টি চারে অপরাজিত ১৪৬ রানের টর্নেডো ইনিংসটি সাজান গেইল। ব্রেন্ডন ম্যাককালাম ৪৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি। যেটি বিপিএলের ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ।

সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স : ২০ ওভারে ২০৬/১ (চার্লস ৩, গেইল ১৪৬*, ম্যাককালাম ৫*; সাকিব ১/২৬)

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৯/৯ (মারুফ ০, লুইস ১৫, ডেনলি ০, সাকিব ২৬, পোলার্ড ৫, জহুরুল ৫০, মোসাদ্দেক ১, আফ্রিদি ৮, নারিন ১৪, হায়দার ৯*, খালেদ ৮*; সোহাগ গাজী ২/৩২, নাজমুল ২/৮, মাশরাফি ১/২৫, রুবেল ১/২৮, বোপারা ১/২১, উদানা ২/২৫)

ফলাফল: রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী ও বিপিএলের ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *