জয়নাল আবদীন স্মৃতি ক্রিকেট লীগের উদ্বোধন – বাংলারদর্পন 

 

ফেনী প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সাবেক কমিশনার জয়নাল আবদীন স্মৃতি ফেনী সরকারি কলেজ আন্ত:ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হক রবিনের পরিচালনায় অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে ১৮টি দল অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *