এমদাদ খান, খাগড়াছড়ি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামগড়ে পালিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ‘শেখ হাসিনার অবদান ডিজিটাল হলো জীবনমান’ এ শ্লোগানকে সামনে রেখে প্রশাসনিক কর্মকর্তা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের দিকে রামগড় উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন মিয়া,
পরে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন মিয়া আলোচনায় সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্হিত ছিলেন উপজেলা প,প,কর্মকর্তা মাসুুদ মামুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রিয়াদ হোসেন, রামগড় মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাই নিজামি, রামগড় সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার,
রামগড় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার, উপজেলা প্রকল্প ব্যবস্হাপক মতিউর রহমান পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,
তথ্য-প্রযুক্তি সেবায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে উপজেলা নিবার্হী অফিসার বলেন, শেখ হাসিনার অবদানে আজ প্রতিটি মানুষের হাতের মুঠোয় ইন্টারনেট। তথ্য-প্রযুক্তির বদৌলতে তরুণরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাচ্ছে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করে আসছে।