বাংলার দর্পন ডটকম :
ম্যাচটিতে ছিল ইতিহাসের হাতছানি। প্রস্তুত ছিল টাইগাররা। ক্রিকেট ভালোবাসুক আর না বাসুক সব বাংলাদেশির চোখ আজ ছিল কলম্বোর দিকে। দেশবাসীকে আরো একবার আনন্দের জোয়ারে ভাঁসালেন সাকিব-মুশফিকরা।
শততম টেস্টে জয়ের চেয়ে উদযাপনের বড় উপলক্ষ আর কী হতে পারে? টেস্ট খেলুড়ে নয়টি দেশের মধ্যে এর আগে নিজেদের শততম টেস্টে জয়ের স্বাদ পেয়েছে কেবল তিন দেশ- অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান। হেরেছে পাঁচ দেশ। ড্র করে মান রক্ষা করেছে নিউজিল্যান্ড।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে ম্যাচের লাগামটা প্রথম থেকেই ছিল বাংলাদেশের হাতে। আর আজ শ্রীলঙ্কাকে দেশের মাটিতেই অসহায় আত্মসর্মপন করে মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। শততম টেস্ট জিতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পরই এবার লেখা হবে বাংলাদেশের নাম।
আজ রোববার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস সৃষ্টি করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে শততম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট জিতেছে ৩ উইকেট। ম্যাচে তামিম ইকবাল ৮২ রানের ইনিংস খেলেছেন। সাব্বির রহমান করেছেন ৪১ রান। মুশফিক ম্যাচের শেষভাগে দলের হাল ধরেন।