প্রেস বিজ্ঞপ্তি, ডিএমপি-
অজ্ঞাতনামা মহিলা চোর। বাসা বাড়িতে গিয়ে আত্মীয় পরিচয়ে অথবা অন্য কোন পরিচয়ে অবস্থান করত: সুযোগ বুঝে নগদ টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
উল্রেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ১৭ তারিখ সন্ধ্যা ০৭.৫৬ টায় বাসা নং-৮১/৪ ইন্দিরা রোড, শেরেবাংলা নগর থানয় ঢুকে বিভিন্ন কৌশলে নগদ ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে শেরেবাংলা নগর থানার মামলা নং-২, তারিখ-০১/০৩/২০১৭, রুজু হয়। ছবিটি সিসি ক্যামেরা থেকে সংগৃহীত।
কোন ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানায়, ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) অথবা শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।