রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র পৌরসভার ফাইনাল অনুষ্ঠিত

মোশারফ হোসেন, রামগড় :

 

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকাল ৩.৩০ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ এর রামগড় পৌরসভা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

রামগড় পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু কাপের ফাইনাল খেলায় সদুকার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-০ গোলে পরাজিত করে।

বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে সদুকার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পূর্বচৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে রামগড় পৌরসভার ১৩টি দল অংশগ্রহণ করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য প্রধান করেন কাজী মোঃ শাহজাহান রিপন, মেয়র, রামগড় পৌরসভা। এতে আরো বক্তব্য প্রধান করেন রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, মোঃ আহছান উল্লাহ প্যানেল মেয়র -১ রামগড় পৌরসভা, কাজী আবুল বশর কাউন্সিলর রামগড় পৌরসভা, মোঃ আবুল কাশেম কাউন্সিলর রামগড় পৌরসভা প্রমুখ। ম্যাচ রেফারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন কিরণ। বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় রামগড় পৌরসভার মেয়র ১৩টি স্কুলের মাঝে ১৩টি ফুটবল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *