ফেনী :
ফেনীতে একশ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা কে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে মহিপালে একটি মালবাহী ট্রাকে তল্লাশী করা হয়। ট্রাকের ভিতর থাকা পাঁচটি পাটের বস্তার ভিতর হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়।
এসময় মাদক বিক্রেতা মিন্টু প্রকাশ ভূট্টু (৩৪) ট্রাকের চালক মাসুদ হাওলাদার(৩১) কে আটক করা হয়।
মিন্টু কুড়িগ্রাম জেলার গাজীউর রহমানের ছেলে ও মাসুদ পটুয়াখালী জেলার মধু হাওলাদারের ছেলে।
র্যাব ফেনী’ ক্যাম্পের অধিনায়ক জুনায়েদ জাহিদী জানান, তারা মূলত ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করিয়া আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ফেনী’ থানায় হস্তান্তর করা হয়েছে।