আরডিসি জরিপ: মহাজোট পাবে ২৪৮, ঐক্যফ্রন্ট ৪৯ আসন | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃতাধীন মহাজোট ২৪৮টি আসন পাবে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পাবে ৪৯টি আসন এবং অন্যান্য দল পাবে ৩টি আসন। বেসরকারি গবেষণা সংস্থা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের (আরডিসি) জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করে আরডিসি।

এ জরিপে উল্লেখ করা হয়, ভোটারদের ৬০ শতাংশ মহাজোটকে সমর্থন করেন। জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন করেন ২২ শতাংশ ভোটার, জেপি ৪ শতাংশ, ১০ শতাংশ ভোটার এখনো অনিশ্চিত, ৩ শতাংশ ভোটার উত্তর দিতে অস্বীকৃতি জানান। এছাড়াও ১ শতাংশ ভোটার ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন আরডিসির গবেষক ও অর্থনীতিবিদ ফরেস্ট ই কুকসেন। তিনি জানান, ‘আসন্ন নির্বাচন সামনে রেখে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে ২ হাজার ২৪৯ জন ভোটার মতামত প্রদান করেছেন। জরিপ অনুযায়ী মহোজোট ২৪৮টি আসন, জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি ও অন্যান্য দল ৩টি আসন পেতে পারে বলে তথ্য পাওয়া গেছে।’

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ এবং গবেষক ফরেস্ট ই কুকসেন জানান, ‘রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের সম্ভাব্য ফল জানাতে এ জরিপ পরিচালনা করা হয়। গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে এ ধরনের জরিপের রেওয়াজ রয়েছে। নির্বাচনের আগে এমন ভোট গণনা এবং তা কার্যকর করা কঠিন।’

গবেষক কুকসেন আরও বলেন, ‘আমরা নিরপেক্ষভাবেই এ জরিপ পরিচালনা করেছি। জরিপের জন্য ভোটারদের কাছে ব্যালট পেপার দিয়েছি। সেই ব্যালটে তারা ভোট দিয়েছেন। ভোট দিতে অস্বীকার করা এবং নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা নেই, এমন প্রশ্নও যুক্ত করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *