প্রথম বারের মতো পুলিশ মেমোরিয়াল ডে পালিত

অাবদুল্যাহ রিয়েল:
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে দেশে প্রথম বারের মতো পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।এ উপলক্ষ্যে ফেনী জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত পুলিশ শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করে নিহতদের স্মরন করা হয়। ১মার্চ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনের শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার রেজাউল হকপিপি এম ।এসময় একে একে পুলিশ সদস্য এবং নিহতদের পরিবারবর্গরা পুস্পমাল্য অর্পন করে শ্রদ্বার সাথে নিহতদের স্মরন করেন ।পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্মরন সভা শেষে ফেনী জেলায় বসবাসরত ও কর্মরত অবস্থায় নিহত ৭ পুলিশ সদস্যের পরিবারবর্গের হাতে আর্র্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থতি ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল হক,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল উক্য সিং,সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন,এ এসপি ডিএসবি আমিনুল ইসলাম, জেলা ডিবি পরিদর্শক নাছির উদ্দিন,পরিদর্শক ডিএসবি নজিবুল্লা সহ ফেনী জেলার ৬ টি থানার পরিদর্শক বৃন্দ।
Related News

নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, কিশোর আটক
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- নোয়াখালীর সোনাইমুড়ীর বাগপাচরা গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (১০) হাত ওRead More

কোম্পানিগঞ্জে মুজাক্কিরের কবর জিয়ারতে বিএমএসএফ নেতৃবৃন্দ | বাংলারদর্পণ
নোয়াখালী প্রতিনিধি : সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করলেন বাংলাদেশ মফস্বলRead More