লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মুজিব উদ্যানে চির নিদ্রায় শায়িত হলেন জয়নাল হাজারী

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে :
ফেনীর কিংবদন্তি রাজনৈতিক নেতা ও সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর জানাজা রাষ্ট্রিয় মর্যাদা ও সর্বস্তরের লাখো মানুষের শ্রদ্ধা ও ভালো বাসায় তার প্রিয় মুজিব উদ্যানে চির নিদ্রয়া শায়িত হলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে তাঁর জানাজা হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ লাখো মুসল্লি অংশ নেন।
জানাজার আগে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন আমরা যারা এ প্রজন্মে রাজনীতি করি আমাদের অনুভুতির নাম জয়নাল হাজারী। আজ বিদায়লগ্নে প্রমানিত হয়েছে তিনি জনতার নেতা।
আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,চট্টগ্রাম সিটিকরপরেশানের সাবেক প্রশাষক খুরশিদ আলম সুজন,ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান,পুলিশ সুপার আবদুল্যাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন,পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল,ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন,উপজেলা চেয়ারম্যন শুসেন শীল, মরহুমের ছোট ভাই সাহাব উদ্দিন হাজারী, চাচাতো ভাই সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন হাজারী মিয়া ও ভাতিজা সাফায়েত হোসেন লিটু হাজারী।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়নাল হাজারীর মরদেহ বহনকারী গাড়ি ফেনী পৌর শহরের মাস্টারপাড়া হাজারী বাড়িতে পৌঁছায়। এর ১০ মিনিট পর মরদেহ তার বাসভবন মুজিব উদ্যানে নেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনের পর জয়নাল আবেদীন হাজারীকে শেষ বিদায় জানায় ঢাকাবাসী। তার মরদেহ বহনকারী গাড়ি রওয়ানা দেয় ফেনীর উদ্দেশ্যে। সঙ্গে ছিল বহরও।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জয়নাল হাজারী। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।
জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনিত হন।
Related News

কদমফুল ও বকুলতলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি : ফেনী সদরের বালিগাঁওয়ে কদমফুল খেলাঘর আসর ও সোনাগাজীর বগাদানায় বকুলতলা খেলাঘর আসরেরRead More

৩৬পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আলাউদ্দিন ২ ইয়াবা কারবারিকে আটকRead More