রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আজ ১৩জুলাই রামগড়ে বন্যাদুর্গত জনসাধারণ এর মাঝে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী এর নেত্রীত্বে জরুরী ত্রান বিতরন করা হয়।
রামগড় পৌর এলাকার বল্টুরামটিলা, জগন্নাথপাড়া ও ফেনীরকুলস্থ নিউরামগড় স. প্রা; বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৯০ টি পরিবারের প্রতিটিকে চিড়া-১, মুড়ি-০.৫ লবণ -১,চাউল-৫,মশুরডাল -১,বিস্কুট-১,লবন-১কেজি ও তেল -১লিটার, মোমবাতি১২টি ম্যাচ১২টি হারে ত্রানের ব্যাগ প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলো উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ হোসেন প্রমূখ।