ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ধর্মপুরে ভূমি বিরোধ নিয়ে মারামারির ঘটনায় এজাহার নামীয় আসামি আরিফ প্রকাশ লম্ভু আরিফ(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার কাছে একটি পাইপগান উদ্বার করা হয়।অস্র উদ্বারের ঘটনায় তাকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। শনিবার দিবাগত রাতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সংলগ্ন আলিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।সে ঈদগাহ গ্রামের মোস্তফার ছেলে।
জানা যায়,বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের আশ্রায়ন এলাকার সরকারী গাছ কাটা ও ভূমি বিরোধের জের ধরে স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা মুসা করিমের ছেলে আবু তাহেরকে গুলি করা হয়।এসময় মুক্তিযোদ্ধার অপর দুই ছেলে আবুল হাসেম ও আবু নওশাদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।এ ঘটনায় ওই দিন রাতেই আরিন্দা বাডির মৃত খায়েজ আহাম্মদের ছেলে ও ইউপি মেম্বার মিজানুর রহমানসহ ৬ জন কে আটক করা হয় ফেনী মডেল থানা পুলিশ ।পরদিন শুক্রবার বিকেলে আহত নওশাদ বাদী হয়ে ইউপি মেম্বার মিজানুর রহমানকে প্রধান আসামি ও আরিফ প্রকাশ লম্ভু আরিফ(২৮) কে ২ নং আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।