এমদাদ খান, খাগড়াছড়ি :
পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে টানা তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করে তারা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্যানারে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মবিরতি চলবে ৩০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
দ্বিতীয় দিনের কর্মবিরতি চলাকালে তাদের দাবী-দাওয়ার সাথে সংহতি প্রকাম করে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভা সচিব অনিল বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুমার সাহা ও সাধারন সম্পাদক মো: জহিরুল হক ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুমার সাহা বলেন, আমরা পৌর কর্মকর্তা-কর্মচারীর পৌরসভার উন্নয়নে কাজ করে থাকি। কিন্তু আমরা বরাবরই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে মাটিরাঙ্গা পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতির ফলে বাড়তি ভোগান্তিতে পড়েছে পৌরসভার বাসিন্দারা। অনেককেই বিভিন্ন প্রয়োজনে পৌর ভবনে এসে ফিরে যেতে দেকা গেছে। পাশাপাশি রাতে জ¦লেনি পৌরসভার সড়কবাতিগুলো।