প্রেস বিজ্ঞপ্তি:
ফেনী প্রেসক্লাব নির্বাচনে জসিম উদ্দিন মাহমুদ সভাপতি ও এসএম ইউসুফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।
শনিবার (৭ মার্চ) ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনএন জীবন উক্ত কমিটি ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ক্লাবের ৪০ জন সদস্য ও ১৩ জন সহযোগী সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক ডিজিটাল সময়ের সম্পাদক জসিম উদ্দিন মাহমুদকে সভাপতি, দৈনিক অধিকার/নিউজ টুডের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি সিহাব উদ্দিন লিটন (ডেইলি নিউ নেশান/দৈনিক আমার সংবাদ) ও রোকসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন/সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), সহ সাধারণ সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) ও কাজী হাবীব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ/ডেইলি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (মাই টিভি),
প্রচার সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর পত্র/সাপ্তাহিক ফেনীর রবি), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (দৈনিক সকালের সময়), সাহিত্য সম্পাদক সফি উল্যাহ (ইউএনবি/দৈনিক দেশ রূপান্তর), সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর), প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ), তথ্য প্রযুক্তি সম্পাদক-এম শরিফ ভূঞা (আজকের সময়/দৈনিক সমসাময়িক প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ,
কার্যকরী সদস্য হলেন, শাহজালাল রতন (দৈনিক সমকাল), জামাল উদ্দিন চুট্টু (সাপ্তাহিক বৈকালী), আবুল কাসেম চৌধুরী (বাংলাদেশ বেতার), এনএন জীবন (স্বদেশপত্র), জালাল উদ্দিন বাবলু (সাপ্তাহিক শমসের নগর), সৈয়দ মনির আহম্মদ (সাপ্তাহিক ফেনীর ডাক/ভোরেরকাগজ)।