ফেনী প্রেসক্লাবের নির্বাচনে জসিম সভাপতি : ইউসুফ সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি:
ফেনী প্রেসক্লাব নির্বাচনে জসিম উদ্দিন মাহমুদ সভাপতি ও এসএম ইউসুফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।

শনিবার (৭ মার্চ) ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনএন জীবন উক্ত কমিটি ঘোষণা করেন।

সভাপতি জসিম মাহমুদ – সাধারন সম্পাদক- ইউসুফ আলী।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ক্লাবের ৪০ জন সদস্য ও ১৩ জন সহযোগী সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক ডিজিটাল সময়ের সম্পাদক জসিম উদ্দিন মাহমুদকে সভাপতি, দৈনিক অধিকার/নিউজ টুডের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি সিহাব উদ্দিন লিটন (ডেইলি নিউ নেশান/দৈনিক আমার সংবাদ) ও রোকসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন/সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), সহ সাধারণ সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) ও কাজী হাবীব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ/ডেইলি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (মাই টিভি),

প্রচার সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর পত্র/সাপ্তাহিক ফেনীর রবি), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (দৈনিক সকালের সময়), সাহিত্য সম্পাদক সফি উল্যাহ (ইউএনবি/দৈনিক দেশ রূপান্তর), সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর), প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ), তথ্য প্রযুক্তি সম্পাদক-এম শরিফ ভূঞা (আজকের সময়/দৈনিক সমসাময়িক প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ,

কার্যকরী সদস্য হলেন, শাহজালাল রতন (দৈনিক সমকাল), জামাল উদ্দিন চুট্টু (সাপ্তাহিক বৈকালী), আবুল কাসেম চৌধুরী (বাংলাদেশ বেতার), এনএন জীবন (স্বদেশপত্র), জালাল উদ্দিন বাবলু (সাপ্তাহিক শমসের নগর), সৈয়দ মনির আহম্মদ (সাপ্তাহিক ফেনীর ডাক/ভোরেরকাগজ)।

 

সাধারণ সদস্যরা হলেন ,জাফর সেলিম (এশিয়ান টিভি/সাপ্তাহিক নির্ভীক), খালেদ খাঁন (সাপ্তাহিক ফেনীর গৌরব), জাকের হায়দার সুমন(বাংলা টিভি), ফজলুর রহমান বকুল (সাপ্তাহিক মূহুরী), সৈয়দ ইয়াছিন সুমন ( সাপ্তাহিক ফেনীর প্রত্যয়/দৈনিক ইনকিলাব), মাহবুবুল হক (পাক্ষিক পরশুরাম), জাহাঙ্গীর কবির লিটন (পাক্ষিক ছাগলনাইয়া), ইমাম হাসান কচি (ডেইলি বাংলাদেশ পোষ্ট), এমাম হোসেন(প্রথম ফেনী/দৈনিক ভোরের পাতা) আরিফ আজম (দৈনিক ঢাকা টাইমস্/ফেনীর সময়), শহীদ উল্যাহ ভূঞা (দৈনিক খবর),
হাবীব মিয়াজী (আজকের মেইল/দৈনিক আমার সময়), এ এইচ পাটোয়ারী (দৈনিক আজকের পত্রিকা), কাজী সালাহ উদ্দিন নোমান (ফেয়ার বার্তা/দৈনিক ভোরের সময়), মো: বেলাল হোসেন (অর্ধ সাপ্তাহিক পথ),তোফায়েল আহম্মদ নিলয়(দৈনিক গণকন্ঠ), তসলিম চৌধুরী (দৈনিক এশিয়ান বাণী),ফারুক সবুজ(দৈনিক আমাদের বার্তা), সাদ্দাম হোসেন গণি (দৈনিক ঢাকা প্রতিদিন), এম এইচ খোকন (দৈনিক লাখো কন্ঠ), আবদুল্লাহ আল মামুন (দৈনিক দেশ বার্তা), জসিম উদ্দিন ফরায়েজী (দৈনিক ডেসটিনি), সাহেদ হোসেন চৌধুরী (দৈনিক নব চেতনা)।
সহযোগী সদস্যরা হলেন, বকুল আক্তার দরিয়া (মাসিক পানসী/দৈনিক অধিকার), সাহিদা সাম্য লিনা (মাসিক আঁচল/দৈনিক বাংলাদেশের খবর), আবু তাহের পন্ডিত (দৈনিক জাতীয় নিশান), কবির আহম্মদ নাসির (দৈনিক আমাদের সময়/ দৈনিক স্টার লাইন), নাছির উদ্দিন (সাপ্তাহিক নির্ভীক/দৈনিক নয়া পয়গাম),
শহীদুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), আলা উদ্দিন সবুজ (দৈনিক খোলা বাজার),  মো: ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), আবদুল্লাহ রিয়েল (গণবার্তা/সময়ের কন্ঠস্বর), সুমন চন্দ্র ঘোষ (দৈনিক জনতার দলিল) , মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), মশিউর রহমান মিলন (দৈনিক নিঝুম বাংলা), এম এম রহমান সোহেল (সাপ্তাহিক শুচিতা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *