ফেনী প্রতিনিধি :
ফেনীতে অভিনব পদ্ধতিতে প্রাইভেটকারে করে চোরাই গরু নিয়ে পালানোর সময় ২ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। জনতার উপস্থিতি টের পেয়ে ২ চোর পালিয়ে গেলেও গরুসহ প্রাইভেটকার জব্দ করা ।
বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে শহরতলীর লালপুল এলাকা থেকে গরু এবং দুই আসামী সহ গাড়িটি আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাগাজীর দক্ষিন পূর্ব চর চান্দিয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), সোনাগাজীর ভুঞা বাজার এলাকার নতুন বাড়ীর আবদুর রহিমের ছেলে নুরুল আফসার (৩০)। দুজনই সোনাগাজীর তালিকাভুক্ত ডাকাত ও উপজেলার এক শীর্ষ সন্ত্রাসীর সহযোগি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অবৈধ অস্ত্রের বিক্রির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাঠে ঘাস খাওয়ার জন্য কালো রংয়ের ষাড়টি বেঁধে যায়। দুপুরের দিকে চোরের দল প্রাইভেটকার বোঝাই করে গরুটি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের লালপুল এলাকায় একটি দোকানের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় চোর দলের চার জনের মধ্যে দু’জন পালিয়ে গেলেও প্রাইভেটকারসহ দুই জনকে স্থানীয়দের সহযোগীতায় আটক করে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করে জানান,প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য লালপুল অভিযান চালায়, এসময় জনগণের সহায়তায় প্রাইভেট কারসহ দু’জনকে আটক করা হয়। আসামীদের অপর দু’জন এসময় পালিয়ে যায়। তারা দুজনই সোনাগাজীর এক যুবদল নেতার সহযোগি। ফেনী’ থানায় মামলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বাংলারদর্পন।