দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি :

দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম পিয়েল(৩০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার(২১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে সে।নিহত পিয়েল উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ মুন্সি বাড়ীর ডা.আলমগীরের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকালে নোয়াখালী থেকে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার(সেবারহাট বাজার সংলগ্ন)স্থানে একটি ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয় সে।

 

 

এরপর তাকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।চিকিসাধীন অবস্থায় বুধবার বিকালে সেখানেই মৃত্যু বরণ করে সে।

 

নিহত পিয়েল তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।তার দুই বছরের একটি ছেলে ও এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।সে একটি ওষধ কোম্পানীতে কর্মরত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *