রাউজানে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালককে ফুল দিচ্ছেন পুলিশ

মোহাম্মদ আলাউদ্দীন, চট্টগ্রাম থেকে :

 

চট্টগ্রাম রাউজানের প্রাণ কেন্দ্র মুন্সির ঘাটায় ট্রাফিক ক্যাম্পিং করেছে পুলিশ। সম্প্রতি ট্রাফিক ক্যাম্পিং উপলক্ষে ফুল ও সচেতনতা মূলক লিফলেট হাতে রাস্তা নেমেছে পুলিশ। যাদের গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সবকিছু সঠিক পাওয়া যাচ্ছে কিংবা যারা ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচ্ছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ ও রোভার স্কাউটের সদস্যরা। কিন্তু যেসব যানবাহনের কাগজপত্র সঠিক ও ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কোন ধরনের মামলা দেয়া হয়নি। তবে তাদের মাঝে ট্রাফিক আইন লেখা সম্বলিত লিফলেট বিতরণ ও ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করতে দেখা গেছে। এসময়ে জেলা পুলিশের ট্রাফিক পরির্দশক আশরাফ, রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই নুর নবী, এ এস আই মমতাজ, এ এস আই সুজন, আমির সহ পুলিশ ও রোভাট স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে জেলা পুলিশের ট্রাফিক পরির্দশক আশরাফ বলেন, ‘ট্রাফিক ক্যাম্পিংয়ের মাধ্যমে যারা ট্রাফিক আইন মেনে যানবাহন চালাচ্ছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করা হচ্ছে। যারা আইন অমান্য করছেন তাদেরকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়কের জন্য ট্রাফিক পুলিশ সবসময় মাঠে থাকবে। যাত্রী, চালকসহ যানবাহন সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *