ফেনী প্রতিনিধি:
সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ সমর্থীত খোকনের বিরুদ্ধে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। প্রতিটি ওয়ার্ডে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর বিপরীতে ২/৩জন করে প্রার্থী হয়েছেন । ইতিমধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা । বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থী না থাকায় উম্মুক্ত ও সুষ্ঠু ভোটের দাবি সকল প্রার্থীর ।
রিটার্নিং কর্মকর্তা অজিত দেব জানান, মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ সেলিম ও উপজেলা আ’লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক নুর নবী লিটন, স্বতন্ত্র প্রার্থী হলেন এডভোকেট হেদায়েত উল্যাহ ভূঞা, ব্যাবসায়ী আবু নাছের এবং ইসলামী আন্দোলন’র হাফেজ হিজবুল্লাহ।
সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- ১-৩নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত উম্মে ফাতেমা, বিদ্রোহী মনিহার বেগম, ৪-৬নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত তাসমীম আক্তার, বিদ্রোহী দিল আফরোজ, ৭-৯নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত শাহানারা বেগম ও বিদ্রোহী মর্জিনা আক্তার।
৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ১নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত মো. মোস্তফা, বিদ্রোহী নূরুল আমিন চৌধূরী ও মো. শাহাজাহান সাজু। ২নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত হেদায়েত উল্যাহ পাটোয়ারি, স্বতন্ত্র মো.ইয়াছিন ও মুহাম্মদ আলী ফরহাদ। ৩নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত মো. আবদুল হালিম সোহেল ভূঞা ও স্বতন্ত্র ইমাম উদ্দিন ভূঞা । ৪নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত আবদুল্যাহ আল মোমিন, বিদ্রোহী আজগর হোসেন, আতিকুর রহমান ও বেলায়েত হোসাইন বেলাল ও স্বতন্ত্র নিজাম উদ্দিন ।
৫নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত নাছির উদ্দিন রিপন, বিদ্রোহী মো. শাহাজাহান ও বাহার উল্যাহ । ৬নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত আইয়ূব আলী খান , বিদ্রোহী প্রার্থী মহিন উদ্দিন, আবদুল হাই ও স্বতন্ত্র মীর কাসেম । ৭নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত শেখ আবদুল হালিম মামুন, বিদ্রোহী জামাল উদ্দিন নয়ন, স্বতন্ত্র রহমত উল্যাহ ও এনায়েত উল্যাহ । ৮নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত জহির উদ্দিন, বিদ্রোহী শেখ কলিম উল্যাহ , মো. শেখ ফারুক ও স্বতন্ত্র জাবেদ হোসেন । ৯নং ওয়ার্ডে আ.লীগ সমর্থীত আকবর হোসেন, বিদ্রোহী নাজিম উদ্দিন ভূঞা, স্বতন্ত্র সহিদুল ইসলাম জাহাঙ্গীর।
বিদ্রোহী মেয়র প্রার্থী ও সাবেক প্যানেল মেয়র নুর নবী লিটন জানান, হাইব্রিড, বিতর্কিত ও দুর্নীতিবাজ লোককে দলীয় প্রার্থী দেয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
বিদ্রোহী মেয়র প্রার্থী শেখ সেলিম বলেন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থী না থাকায় উম্মুক্ত ও সুষ্ঠু ভোটের দাবি জানাই। দলের মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, দুদকে দুর্নীতির অভিযোগ তদন্তকালে একজন বিতর্কিত লোককে দলীয় মনোনয়ন দেয়া ঠিক হয়নি।
আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকন বলেন, নৌকার প্রতি সম্মান দেখিয়ে আশাকরি সকল বিদ্রোহী প্রার্থী সময়মত প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।
উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রণ ও দলীয় প্রার্থী জেতানোর লক্ষে রোববার বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে জরুরী সভা করা হয়েছে। সভায় দলের নেতারা বলেন, বিদ্রোহী দমনে সকল প্রকার কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য , ২৪মার্চ প্রত্যাহারের শেষ দিন । ২৫মার্চ প্রতিক বরাদ্দ এবং ১১এপ্রিল ইভিএম এ ভোট গ্রহন হবে।
বাংলারদর্পন