দক্ষিন চর দরবেশে অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন’র উঠান বৈঠক

সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সাগরস্নাত সোনাগাজী উপজেলার উপকুলিয় চর দরবেশ ইউনিয়নের দক্ষিন চর দরবেশ গ্রামে উঠান বৈঠক করেছেন কেন্দ্রীয় অাওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এসময় তিনি বলেন, উন্নয়ন ও গনতন্ত্রের প্রতিক নৌকা।  নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রী।  তাই শেখ হাসিনাকে অাবারো ভোট দিয়ে  ক্ষমতায় অানতে হবে। তাহলে দেশের চলমান উন্নয়ন অব্যহত থাকবে।

অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চর দরবেশ ইউনিয়ন অা’লীগের সভাপতি মাস্টার সাহাবুদ্দিন, যুবলীগের সভাপতি গোলাম সারওয়ার দুলাল, সাধারন সম্পাদক মাইন উদ্দিন লিটন, নবাবপুর যুবলীগের সভাপতি হকসাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য জামশেদ অালম ও পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অাবদুল জলিল।

বৈঠকে অা’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও ৫শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *