মাসুদ রানা:
ফেনীর দাগনভূঞা থানার তালিকাভুক্ত’ মাদক বিক্রেতা আবুল বাশার রাজিব ও তাজুল ইসলাম তাজু কে ‘ ১৬০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এএসআই দেলোয়ার হোসেন ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার বাংলারদর্পনকে বলেন, গত আগস্ট রাতে আলাইয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন এএসআই দেলোয়ার হোসেন। এসময় তাদের দেহ তল্লাশী করে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজিব আলাইয়াপুর গ্রামের আবু তাহের এর ছেলে। তাজুল ইয়াকুব পুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
ধৃতদের বিরুদ্ধে ৩আগস্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ফেনী’ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলারদর্পন