ওমর ফারুক ঈসান.ফটিকছড়ি থেকে.:
আনুষ্টানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ।
আজ ৩ মে সকাল ১১টায় পৌর অডিটরিয়ামে এ নিয়ে এক “দায়িত্ব হস্তান্তর সভা” অনুষ্টিত হয়।
ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ।
সভায় বক্তারা আন্তরিকতা ও সদিচ্ছার মাধ্যমে নবনির্বাচিতদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে দলীয় মানসিকতার বহিরে মেয়রকে জনগনের সেবা করার পরামর্শ দেন।
সভা শেষে আনুষ্টানিকতার মাধ্যমে পৌরসভার ফাইলপত্র বুঝিয়ে দিয়ে নবনির্বাচিত মেয়র এসএম সিরাজউদ্দৌলার হাতে পৌরসভার দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক পৌর প্রশাসক দীপক কুমার রায়।
সে হিসেবে সাংবিধানিক নিয়মানুসারে আগামী পাঁচ বছর পৌরসভার দায়িত্ব পালন করবে নতুন মেয়র ও কাউন্সিলরগণ।
নির্বাচিত কাউন্সিলরের মধ্য উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন(১নং ওয়ার্ড), আমান উল্লাহ আমান (২নং ওয়ার্ড), হারুনুর রশিদ (৩নং ওয়ার্ড), মহিন উদ্দীন (৪নং ওয়ার্ড), এস এম আবুল মুনসুর(৫নং ওয়ার্ড), মাওলানা ইয়াকুব( (৬নং ওয়ার্ড), মুহাম্মদ ইসমাইল (৭নং ওয়ার্ড), মুহাম্মদ আলী (৮নং ওয়ার্ড), মুহাম্মদ সোলাইমান (৯নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা কাউন্সিলর সলিমা আকতার শিউলী, রেজিয়া বেগম ও আয়শা আকতার রনি।
উল্লেখ্যঃ ২০১৪সালে নাজিরহাট পৌরসভা প্রতিষ্টার পর হতে নিয়ে দুইজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২৯মার্চ প্রথম পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম সিরাজ উদ দৌলা মেয়র নির্বাচিত হন।