সাহাব উদ্দিন :
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষী গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। তাঁর নাম মো.আলাম ওরফে হাজারী (৪৫)। সে উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষী গ্রামের বাসীন্দা।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী জানান, শনিবার ৩ মার্চ দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে তাকে নিলক্ষী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর তথ্যেমতে বাড়ির পাশে রোদে শুকাতে দেয়া ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সে ভারত থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ূন কবির বলেন, সে এলাকায় একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।