ফেনী প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস এর অযুহাত দেখিয়ে সোনাগাজীর প্রতিটি বাজারে নিত্য পন্যে ছড়া দাম নিচ্ছে দোকানীরা । এমন অভিযানের ভিত্তিতে শুক্রবার রাতে ও শনিবার উপজেলার সোনাগাজী কাঁচা বাজার, ওলামাবাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরী বাজার , বখতারমুন্সি বাজার ও তাকিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। তিনি বলেন, প্রতিটি বাজারে করোনা ভাইরাস , গুজব ও নিত্য পণ্যের মুল্যবৃদ্ধির বিষয়ে দোকানী ও ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
এ সময় সোনাগাজী বাজারের তিন দোকানীকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে নিত্য পণ্যের অতিরিক্ত মুল্য নেয়ায় বখতারমুন্সি বাজারের তিনটি দোকান সাময়ীক বন্ধ করে দিয়েছে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।
এছাড়া উপজেলার তাকিয়া বাজারে করোনা বিষয়ে সচেতনতার জন্য লিপলেট বিতরণ করেছে বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন। করোনা প্রাদুর্ভাব রোধে করনীয় নির্ধারনের লক্ষে ইউপি সদস্য ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সেমিনার করেছেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম । পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার লক্ষে প্রচারনার উদ্যোগ নিয়েছেন মেয়র রফিকুল ইসলাম খোকন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বাংলারদর্পনকে বলেন, সোনাগাজীতে এখনো করোনা সনাক্তের কিট পৌছায়নি । তবে এখনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তিনি আরো বলেন, প্রবাস ফেরত ৩০জন নিজ গৃহে কোয়ারেন্টাইনে আছেন । তাদের পরিবারের প্রায় আড়াইশ জনই আমাদের নজরদারীতে আছেন। । তারা সকলে এখন পর্যন্ত সুস্থ্য আছেন। বাংলারদর্পন