ফেনীতে ভ্রাম্যমান অাদালতের অভিযান : দুই প্রতিষ্ঠানে জরিমানা

ফেনী প্রতিনিধি: ভেজালের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় এবার শহরের বেকারীগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি ও বিস্কুট প্রস্তুত এবং পচা রুটি কারখানার ভেতরে পাওয়ায় আল মদিনা বেকারীর জনাব বোরহান কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। তাকিয়া রোডের আলভী ট্রেডার্স এর জয়দেবকে মেয়াদোর্ত্তীর্ণ ফোর্টিফাইড সয়াবিন বাজারজাত করায় এক ব্যবসায়ীকে দন্ডিত করা হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী এসব পণ্যে মারাত্মক স্বাস্থ্যঝুকিতে পড়তে পারেন ভোক্তারা। ভোক্তাদের অধিকার সংরক্ষণে অব্যাহত থাকবে এ ধরণের অভিযান।
এ সময় সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর নুরুল করিম উপস্থিত ছিলেন।
Related News

অবশেষে কারাগারে সোনাগাজীর যুবলীগ নেতা ফরহাদ ও ইফতেখার | বাংলার দর্পণ
ফেনী প্রতিনিধি : সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলাRead More

সোনাগাজীতে সরকারি খাল দখলের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ | বাংলারদর্পণ
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বক্কার খালে অবৈধ স্থাপনা নির্মানRead More