উখিয়ার বালুখালী রোহিঙ্গা তাবু থেকে ১শ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার

বাংলারদর্পন :

রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে  চলছে মাদকের  ব্যবসা এমন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর, ২০১৭ তারিখ শুক্রবার সকাল ১১টায় বালুখালি-১ অস্থায়ী ক্যাম্পে অভিযান পরিচালনা করেন বালুখালি-১ অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে সংযুক্ত সোহেল রানা।

এ সময় ব্লক -আই -৯ এর নূর আলমের ঘর তল্লাশি করলে চাউলের বালতির মধ্যে ১০ পুরিয়া গাঁজা, ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাটি খুঁড়ে একটি বয়ামে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে রোহিঙ্গা ক্যাম্পে রমরমা মাদক ব্যবসা চলছে। সন্দেহভাজন কয়েকজনের ঘর তল্লাশী করা হয়। একজনের বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

অভিযানের খবর পেয়ে পালিয়ে যান নূর আলম।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *