ফেনীতে যুবক খুন, আটক ২

ফেনী:
ফেনী সদর উপজেলার ফরহাদনগরে এক যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে লাশ উদ্ধার করে ফেনী থানা পুলিশ। নিহতের নাম ফখরুল ইসলাম (২৫) । সে উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পুর্ব সুলতানপুর গ্রামের জলিশ খোন্দকার বাড়ীর মোঃ ইলিয়াছের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানায়, শুক্রবার রাতে ঘর থেকে ১লক্ষ ২০হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ফখরুল। রাতে অনেক খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে একই এলাকার ফকির বাড়ীর সাখাওয়াত হোসেন (২৭) ও সাইফুল ইসলাম(২৪)কে বিষয়টি জানিয়ে তাকে ধরে আনতে বলেন ইলিয়াছ। রাতে সাখাওয়াত ও সাইফুল’র সাথে ফখরুলের দেখা হয়েছে বলে জানা গেছে।

পরদিন (শনিবার) সকালে পাশ্ববর্তি গ্রামের মান্তি ভূঞা বাড়ীর গোয়াল ঘরের পাশে একটি গাছে ফখরুলের লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি মেম্বার আকবর হোসেন পুলিশকে খবর দেন। মেম্বার জানায়, ঝুলন্ত লাশের পা মাটিতে ছিল । হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ময়লা ছিল। তার পকেটে কোন টাকা ছিলনা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা বা আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন নিহত ফখরুলের বাবা ইলিয়াছের ভাষ্যমতে জিজ্ঞাসাবাদের জন্য সাখাওয়াত হোসেন (২৭) ও সাইফুল ইসলাম(২৪)কে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *