ফেনীতে জেলা প্রশাসনের অভিযান : কোটি টাকার ভারতীয় শাড়ী সহ অাটক ৩

ফেনী প্রতিনিধি :

ফেনীতে মঙ্গলবার মধ্যরাতে জেলা প্রশাসনের চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও অবৈধ ঔষধ উদ্ধার করা হয়েছে।  এসময়  ৩ জন আটক, ১ টি ট্রাক ও ১ টি সিএনজি জব্দ করা হয়েছে

 

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়ি সীমান্ত থেকে রাত ৩ টায় চোরাচালানকৃত মালামাল ফেনী শহরে ঢুকবে এমন তথ্যের ভিত্তিতে ১১ এপ্রিল ভোর ৪ টায় চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। ৪-বিজিবির পক্ষে মেজর মো: খাজা মঈন উদ্দীন মিয়া টাস্কফোর্স অভিযানে অংশ নেন।

 

তিনি জানান, চোরাচালানকৃত মালামাল সহ একটি পিক-আপ  ধাওয়া করে টাস্কফোর্স টিম। এক পর্যায়ে কাজীরবাগের আলী আজম ব্রিক ফিল্ডের পাশে পিক-আপ ও সিএনজি ধরে ফেলে টাস্কফোর্স টিম। পিক আপ ও সিএনজি এর ভেতর থেকে প্রায় ৮৩১ পিস ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ প্যারাকটিন ১লক্ষ ৯০হাজার/- ও  ডেক্সিন ট্যাবলেট ১৯০,০০০/- এবং  এন্টি ইনফ্ল্যামেটরি ট্যাবলেট ডিকলো-এম ১,৫১,২০০/- । আটককৃত পণ্যের মোট মূল্যমান প্রায় দেড় কোটি টাকা। আটক করা হয় মোট তিনজনকে। আটককৃতরা হলেন  মো: শফিক (৪৮),  হক সাহেব (২৬) ও মো: ইলিয়াস (৪০)। জব্দ করা হয় সিএনজি ও পিক-আপ ভ্যান। জিজ্ঞাসাবাদে জানা যায় চোরাচালানের মূল হোতা ছিলেন গুদাম কোয়ার্টারের বাবু নামে এক ব্যক্তি।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে বিজিবিকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

অভিযানে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: টিপু সুলতান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *