সুনামগঞ্জে শিশু ধর্ষণ : এক জনের মৃত্যুদন্ড, অন্যজনের যাবজ্জীবন

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :
সুনামগঞ্জে শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড ও অন্যজনকে
যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর নাম লুৎফুর রহমান ও
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীর নাম বাবুল মিয়া। তারা দুজনই সুনামগঞ্জ সদর
উপজেলার বাসিন্দা।

গতকাল বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে। এরআগে
বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ
জাকির হোসেন শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আমাসী বাবুল
মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১লক্ষ টাকা জরিমানা করেন।

অন্যদিকে গত মঙ্গলবার
(৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দন মুরাদ
ভাবীর ভাই বেয়াই হত্যা মামলার আসামী বেয়াই লুৎফুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ
দেন। তবে রায় ঘোষনার সময় ওই আসামী অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে- ২০০২ সালের ১ আগষ্ট রাতে লম্পট বাবুল মিয়া শিশু
কন্যাকে ধর্ষণ করার সময় চিকিৎসার করলে ওই শিশু কন্যার মা-বাবা ছুটে এসে
তাকে হাতেনাতে ধরে ফেলেন।

কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালিস বিচারের
আশ^াস দিয়ে ধর্ষক বাবুল মিয়াকে ছেড়ে দেয়। অবশেষে কোথাও সুবিচার না
পেয়ে ধর্ষিতা শিশু কন্যার বাবা বাদী হয়ে ৩ অক্টোবর থানায় মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত শেষে ২০০২ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অন্যদিকে ২০০৮ সালে পারিবারিক কলহের জের ধরে সালিস চলাকালীন সময় কথা
কাটাকাটির একপর্যায়ে ভাবী সিতারুন নেসার ভাই বেয়াই তৈয়ুবুর রহমানকে
তার বেয়াই লুৎফুর রহমান ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনার প্রেক্ষিতে ভাবী সিতারুন নেসা বাদী হয়ে তার দেবর লুৎফুর রহমানের বিরুদ্ধে
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট
খায়রুল কবির রুমেন ও নান্টু রায় পৃথক ২টি মামলার রায়ের ঘটনার সত্যতা নিশ্চিত
করে সাংবাদিকদের জানান, আদালতের দুই বিজ্ঞ বিচারকের রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *