সোনাগাজীতে জাতীয়পার্টির উপজেলা সম্মেলন : আবু সুফিয়ান সভাপতি -রফিক সম্পাদক

ফেনী প্রতিনিধি:

সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ  কমিটি ঘোষণা করা হয়েছে। হাজী মো. আবু সুফিয়ান কে সভাপতি,  আবু তাহেরকে সহ-সভাপতি,  রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক, আবদুর রহমানকে সাংগঠনিক  সম্পাদক ও মজিবুল হক মানিককে পৌরসভার সভাপতি ঘোষণা করা হয়েছে। উপস্থিত সবার সম্মতিক্রমে জাতীয়পার্টির ফেনী জেলা আহবায়ক রিন্টু আনোয়ার এ কমিটি ঘোষণা করেন।

শনিবার বিকালে সোনাগাজী কমিউনিটি সেন্টারে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি’র উপজেলা সম্মেলন ও মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা এবং ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক জননেতা রিন্টু আনোয়ার বলেন,

জনগণ শান্তি চায়। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময় দেশের মানুষ অনেক খুশি ছিল।জাতীয় পার্টির ইতিহাস উন্নয়নের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস জনগণের ভাগ্য পরিবর্তনের ইতিহাস।

অ্যাড. রবিউল হক রবির সঞ্চালনায়, আবু সুফিয়ানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়র খন্দকার নজরুল ইসলাম, আবু তাহের মিয়াজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *